Mirror of English (Reflection-01)

Spread the love

Descriptive English এ তোমরা যাতে তোমাদের লেখার মান একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো সেই চেষ্টাই করছি, বেশির ভাগ ছাত্র ছাত্রীরা শুধু মুখস্ত করতে পছন্দ করছে আজকাল কিন্তু তোমরা যদি নিজেরা এই ধরনের প্রয়োগগুলো শিখে বানিয়ে লিখতে শিখতে পারো, সেটাই হবে তোমাদের প্রকৃত শিক্ষা এই English বিষয়টির উপর । যাই হোক আজ একটি নতুন প্রয়োগ বিধি আলোচনা করছি-

আজ আলোচনা করবো “at a feverish pitch” এই phrase টির ব্যবহার নিয়ে । প্রথমে চলো আগে দেখে নেই এর মূল মানে-

“at a feverish pitch” = অত্যন্ত জোরালো বা তীব্র গতিতে

এবার কিভাবে এবং কোন ক্ষেত্রে তোমরা এই phrase টি ব্যবহার করবে, সেটা আলোচনা করি । আমি কিছু সহজ sentence তোমাদের জন্য তুলে ধরছি, আশা করি তোমরা বুঝতে পারবে ।

“Feverish pitch” এই phrase-টি আমরা এমন অবস্থায় ব্যবহার করি, যখন কোনো কাজ বা অনুভূতি চূড়ান্ত উত্তেজনা, অস্থিরতা, বা তীব্র গতি নিয়ে চলছে। এটি সাধারণত এমন অবস্থাকে বোঝায় যেখানে জিনিসপত্র খুব দ্রুত বা আবেগপ্রবণভাবে ঘটছে।

1. The political debate reached a feverish pitch before the election.

নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্ক এক প্রচণ্ড উত্তেজনাকর অবস্থায় পৌঁছায়।

2. Her anxiety grew to a feverish pitch as she waited for the exam results.

পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে করতে তার উদ্বেগ প্রচণ্ড রূপ নেয়।

3. Rumours about the actor’s sudden disappearance reached a feverish pitch on social media.

অভিনেতার হঠাৎ নিখোঁজ হওয়া নিয়ে গুজব সোশ্যাল মিডিয়ায় চরমে পৌঁছায়।

4. With only hours left for the wedding, the preparations were at a feverish pitch.

বিয়ে শুরু হতে কয়েক ঘণ্টা বাকি, প্রস্তুতি ছিল একেবারে জোরকদমে।

5. The negotiations reached a feverish pitch before the deal was finally signed.

চুক্তি স্বাক্ষর হওয়ার আগে আলোচনা এক তীব্র পর্যায়ে পৌঁছেছিল।

তোমাদের বোঝার সুবিধার্তে সম্প্রতি সংবাদপত্রে এর একটি ব্যবহার এর screen shot দিয়ে দিলাম । আশা করি আসন্ন পরীক্ষা গুলোতে তোমরা এই phrase টি ব্যবহার করতে পারবে ।

যাদের পড়া হয়ে যাবে তারা comment box এ Done লিখো, অন্তত এটা বুঝতে পারবো তোমরা কতটা আগ্রহী এই ধরনের ব্যবহার গুলো শিখতে ।

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top
0
Would love your thoughts, please comment.x
()
x