Mirror of English (Reflection-02)

Spread the love

আজ আলোচনা করবো “Attribute to Something or Someone”এর ব্যবহার নিয়ে । এই phrase টি আমরা সাধারণত কোনো বিষয় নিয়ে কাউকে দায়ী করা বা কোন বিষয়ে কোনো জিনিস বা অন্য কারো অবদানকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে ব্যবহার করি । সংবাদপত্রে প্রায়সই ব্যবহৃত হয় এই phrase টি । তোমাদের বোঝার সুবিধার্থে আমি আজকের পত্রিকায় ব্যবহৃত একটি sentence এর screen shot দিলাম সাথে আমার সংগৃহীত কিছু সহজ sentence তোমাদের সাথে share করলাম ।

✅ Structure:

attribute + object (result) + to + cause/person



📘 বাংলা মানে

“কারো প্রতি/কোনো কিছুর প্রতি অন্য কোনও কিছু নিবদ্ধ করা বা তার কৃতিত্ব দেওয়া বা কোনও কিছুর জন্য কাউকে বা কোনো কিছুকে দায়বদ্ধ করা ।”

🔤 Example Sentences-

1. She attributed her success to hard work.

সে তার সফলতার কৃতিত্ব কঠোর পরিশ্রমকে দিয়েছে।

2. The poem is attributed to Rabindranath Tagore.

কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বলে বিবেচিত।

3. Doctors attribute the disease to poor hygiene.

ডাক্তাররা রোগটির কারণ অস্বাস্থ্যকর পরিবেশ বলে মনে করেন।

4. He attributed the delay to heavy traffic.

সে দেরির কারণ হিসেবে যানজটকে দায়ী করল।


5. The scientist attributed the discovery to a happy accident.

বিজ্ঞানী আবিষ্কারটিকে একটি সৌভাগ্যজনক দুর্ঘটনার ফল বলে মনে করেন।

আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বোপরি সবাইকে বলবো জোর প্রস্তুতি চালিয়ে যাও ।হতাশ হয়ে পড়ো না । আর একটাই কথা মনে ধরে রাখবে “আমি পারবো,আমি হারতে দেবনা নিজেকে।”

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top
0
Would love your thoughts, please comment.x
()
x