Descriptive English এ paper checking করার সময়, প্রায়শই দেখতে পাই, students রা “Get + V3” ঠিক কোন ক্ষেত্রে ব্যবহার করবে সেটা না বোঝার দরুন ভুল বাক্য গঠন করে ফেলছে । আজ সংবাদপত্র পড়ার সময় একটা sentence নজরে পড়লো, তাই মনে হলো তোমাদের concept clear করার চেষ্টা করা যাক ।
“Get + V3” হলো একটি causative construction বা passive voice structure, যার বাংলা অর্থ নির্ভর করে বাক্যের প্রেক্ষাপটের উপর। সাধারণভাবে, এটি বোঝায় যে কেউ অন্য কাউকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছে বা কোনো কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে।
Get + V3 = “কোনো কাজ সম্পন্ন হওয়া” / “কিছু করিয়ে নেওয়া”
Structure:
Subject + get + object + V3 (past participle)
Subject + get + V3 (when passive)
চল কিছু সহজ Translation দেখে নেয়া যাক-
1. got the work done.
➤ সে কাজটা করিয়ে নিয়েছিল।
2. I got my hair cut.
➤ আমি আমার চুল কেটে নিয়েছিলাম।
3. She got her house painted.
➤ সে তার বাড়ি রং করিয়ে নিয়েছিল।
4. They got invited to the party.
➤ তারা পার্টিতে আমন্ত্রণ পেয়েছিল।
5. We got the car repaired.
➤ আমরা গাড়িটা মেরামত করিয়ে নিয়েছিলাম।
6. He got punished for his mistake.
➤ সে তার ভুলের জন্য শাস্তি পেয়েছিল।
7. You will get selected for the job.
➤ তুমি চাকরির জন্য নির্বাচিত হবে।
8. The documents got lost.
➤ নথিগুলো হারিয়ে গিয়েছিল।
• Get + Object + V3 → কাজটি অন্য কাউকে দিয়ে করানো বোঝায়।
• Get + V3 → কাজটি নিজের ওপর ঘটে যাওয়া বোঝায় (passive).
আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাক্য গঠনের সময় আশা করি আর ভুল করবে না তোমরা । যাদের পড়া হয়ে যাবে তারা Done লিখো ।
আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:


