Mirror of English (Reflection-08)

Spread the love

আজ আলোচনা করবো “Stoke fears of Something “ এর ব্যবহার নিয়ে । সংবাদপত্রে frequently ব্যবহার হয় এই phrase টি । তোমরা আসন পরীক্ষাগুলোতে তোমাদের sentence এ যদি এই ব্যবহারগুলো সঠিকভাবে করতে পারো, তাহলে আমি নিশ্চিত তোমাদের লেখার মান অনেক উৎকর্ষ হবে এবং তোমরা ভালো score করতে পারবে ।

Stoke + fears of + something (noun/issue)

“কোনো বিষয়ে মানুষের ভয়কে উস্কে দেওয়া”
“কোনো কিছুর ভয় আরও বাড়িয়ে দেওয়া “

এবার চলো কিছু সহজ Sentences যেগুলো আমি newspaper থেকে পেয়েছি, সেগুলো একটু দেখে নেয়া যাক-

1. The media coverage stoked fears of a new pandemic.

– সংবাদমাধ্যমের প্রতিবেদন নতুন মহামারির ভয়কে উস্কে দিল।

2. Politicians often stoke fears of immigration to gain support.

– রাজনীতিবিদরা প্রায়ই সমর্থন পাওয়ার জন্য অভিবাসনের ভয়কে উস্কে দেন।

3. Misinformation on social media stoked fears of vaccine side effects.

– সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় বাড়িয়ে তুলেছিল।

4. The sudden rise in prices stoked fears of inflation.

– হঠাৎ মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতির ভয় বাড়িয়ে তোলে।

আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা sentence এ প্রয়োগ করতে পারবে । যাদের পড়া হয়ে যাবে তারা Done লিখো ।

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top
0
Would love your thoughts, please comment.x
()
x