আজ আলোচনা করবো “at a time when “এর ব্যবহার নিয়ে । সংবাদপত্রে প্রায়শই ব্যবহারটি নজরে পড়ে, কিন্তু students রা এর সঠিক প্রয়োগ না জানার দরুন, তাদের লেখায় অনেকে ব্যবহার করতে পারে না । আজ যে sentence টা পেয়েছি,সেটার screen shot দিয়ে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে ।
“At a time when” ব্যবহার করা হয় সেই পরিস্থিতি বোঝাতে, যখন কোনো ঘটনা ঘটেছিল বা ঘটছে এমন একটি নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ অবস্থা বা পটভূমি বিদ্যমান ছিল। এইটি সাধারণত দুটি বিপরীত বা সম্পর্কিত ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়।
বিশেষ করে-
1. যখন কোনো ঘটনা এমন এক সময় ঘটছে যখন চারপাশের পরিস্থিতি অন্যরকম বা চ্যালেঞ্জিং ছিল
উদাহরণ:
– At a time when poverty was everywhere, he chose to help others.
(এক সময় যখন দারিদ্র্য ছিল সর্বত্র, তখন সে অন্যদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল।)
2. যখন কোনো ঘটনা বা সিদ্ধান্ত একটি নির্দিষ্ট সময়ের পটভূমিতে গুরুত্বপূর্ণ বা ব্যতিক্রমী মনে হয়
উদাহরণ:
– At a time when education was not valued, she became a teacher.
(যে সময়ে শিক্ষা গুরুত্ব পায়নি, সে সময়ে সে একজন শিক্ষক হয়েছিল।)
* কিছু আরও translation আমি দিয়ে দিচ্ছি বিশেষ করে যেগুলো আমি সংবাদপত্রে পেয়েছি-
1. At a time when the economy is facing uncertainty, the government has announced new welfare schemes.
– যে সময়ে অর্থনীতি অনিশ্চয়তার মুখে পড়েছে, সেই সময় সরকার নতুন কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছে।
2. At a time when climate change is threatening lives globally, the nation must act responsibly.
– যে সময়ে জলবায়ু পরিবর্তন সারা বিশ্বে জীবনকে হুমকির মুখে ফেলছে, সেই সময়ে দেশের উচিত দায়িত্বশীলভাবে কাজ করা।
3. At a time when misinformation spreads rapidly on social media, fact-checking becomes essential.
– যে সময়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর দ্রুত ছড়িয়ে পড়ে, সেই সময় তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবার তোমরা নিজেরা একটা sentence frame করো আর comment box এ লিখে ফেলো । একবার নিজে লিখলে তোমাদের এই গঠন টা নিয়ে ধারণা clear হবে ।
—————————————-
আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন: