Mirror of English (Reflection-12)

Spread the love

Descriptive English এ Report writing এর সময়, আমরা যখন কোনো মর্মান্তিক বা হৃদয় বিদারক ঘটনার সম্পর্কে Report লিখি, তখন আমরা বিভিন্ন ধরনের Prepositional Phrase ব্যবহার করে Sentence শুরু করি । আজ যেমন একটা সুন্দর ব্যবহার নজরে পড়ল – “In a chilling incident” এই phrase টি মূলত আমরা “একটি শিহরণ জাগানো ঘটনায় বা একটি ভয়ঙ্কর ঘটনায় বা একটি হৃদয় কাঁপানো ঘটনায়” ব্যবহার করে থাকি ।

☑️ চল একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখে নেই –

👉 In a chilling incident, a man was attacked in broad daylight.

👉 একটি শিহরণ জাগানো ঘটনায়, এক ব্যক্তিকে প্রকাশ্যে দিনের আলোয় আক্রমণ করা হয়।

☑️ আমি কিছু একই ধরনের Prepositional phrase তোমাদের সাথে শেয়ার করছি, সাথে বাংলা মানেও দিয়ে দিলাম যাতে তোমরা নিজেরাই Sentence শুরু করতে পারো-


1. In a shocking incident → একটি চমকপ্রদ ঘটনায়
2. In a tragic incident → একটি মর্মান্তিক ঘটনায়
3. In a horrifying incident → একটি ভয়ঙ্কর ঘটনায়
4. In a dreadful incident → একটি ভয়াবহ ঘটনায়
5. In a terrifying incident → একটি আতঙ্কজনক ঘটনায়
6. In a heart-wrenching incident → একটি হৃদয়বিদারক ঘটনায়
7. In a disturbing incident → একটি উদ্বেগজনক ঘটনায়
8. In a dreadful episode → একটি ভয়াবহ ঘটনার পর্বে
9. In a shocking episode → একটি চমকপ্রদ ঘটনার পর্বে
10. In a tragic episode → একটি মর্মান্তিক ঘটনার পর্বে

আশা করি, এই ধরনের phrase তোমরা এবার নিজেরাই ব্যবহার করতে পারবে তোমাদের লেখার মধ্যে । যাদের পড়া হয়ে যাবে তারা Done লিখো ।

————————————

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top
0
Would love your thoughts, please comment.x
()
x