SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 01) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

SENTENCE MAKING
Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

1. Abandon (v) ত্যাগ করা:
Use: He abandoned his wife and children.
(তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের ত্যাগ করেছিলেন।)

2. Abate (v) কম হওয়া:
Use: We started our journey when the storm abated.
(ঝড়ের প্রকোপ কমে গেলে আমরা যাত্রা শুরু করেছিলাম।)

3. Abbreviate (v) সংক্ষিপ্ত করা:
Use: Do you know how to abbreviate ‘Information Technology’?
(তুমি কি ‘তথ্য প্রযুক্তি’ শব্দটিকে সংক্ষিপ্ত রূপে কীভাবে করতে হয় তা জানো?)

4. Abduct (v) অপহরণ করা:
Use: This child was abducted a few days ago.
(কয়েকদিন আগে শিশুটিকে অপহরণ করা হয়েছিল।)

5. Aberration (n) বিপথগমন; নীতিভ্রষ্ট; বিচ্যুতি:
Use: He committed the crime in a moment of aberration.
(এক মুহূর্তের বিপথগামিতায় সে অপরাধটি ঘটায়।)

6. Abet (v) সহায়তা করা:
Use: I did it myself; nobody abetted me.
(এটি আমি নিজেই করেছি; কেউ আমাকে সহায়তা করেনি।)

7. Abhor (v) ঘৃণা করা:
Use: I abhor cruelty on animals.
(আমি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতাকে ঘৃণা করি।)

8. Ability (n) ক্ষমতা/দক্ষতা:
Use: I have no doubt about your ability to do the work.
(তোমার কাজ করার দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।)

9. Absurd (adj) অযৌক্তিক; নিরর্থক:
Use: It is quite absurd to expect anyone here now.
(এখন এখানে কাউকে আশা করা সম্পূর্ণ নিরর্থক।)

10. Accept (v) রাজি হওয়া; গ্রহণ করা:
Use: She accepted my proposal gladly.
(সে আনন্দচিত্তে আমার প্রস্তাবে রাজি হলো।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top