SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 06) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

SENTENCE MAKING
Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

1. Auxiliary (adj) সহায়ক:
Use: The auxiliary staff supported the main team.
(সহায়ক কর্মীরা প্রধান দলকে সমর্থন করেছিলেন।)

2. Avarice (n) লোভ; অর্থলিপ্সা:
Use: His avarice for money led him to commit fraud.
(অর্থের প্রতি তার লোভ তাকে প্রতারণা করতে বাধ্য করেছিল।)

3. Avid (adj) আগ্রহী; উৎসাহী:
Use: She is an avid reader of mystery novels.
(তিনি রহস্য উপন্যাসের একজন আগ্রহী পাঠক।)

4. Awe (n) বিস্ময়; ভয়মিশ্রিত শ্রদ্ধা:
Use: The children watched the magician’s tricks in awe.
(শিশুরা জাদুকরের কৌশলগুলো বিস্ময়ে দেখল।)

5. Astute (adj) বিচক্ষণ; প্রজ্ঞাময়:
Use: He made an astute observation about the market.
(তিনি বাজার সম্পর্কে একটি বিচক্ষণ পর্যবেক্ষণ করেছেন।)

6. Azure (adj) আকাশী; নীলাভ:
Use: The sky was painted in an azure hue.
(আকাশ আকাশী রঙে রঞ্জিত ছিল।)

7. Assiduous (adj) যত্নবান; অধ্যবসায়ী:
Use: He is an assiduous student who studies day and night.
(তিনি একজন যত্নবান ছাত্র যিনি দিনরাত পড়াশোনা করেন।)

8. Absurd [এবসার্ড] (adj) অযৌক্তিক; নিরর্থক:

Use: It is quite absurd to expect anyone here now.

(এখন এখানে কাউকে আশা করা সম্পূর্ণ নিরর্থক।)

 

9. Accept [অ্যাক্সেপ্ট] (v) রাজি হওয়া; গ্রহণ করা;

Use: She accepted my proposal gladly.

(সে আনন্দচিত্তে আমার প্রস্তাবে রাজি হলো।)

 

10. Accompany [আকাম্পানি] (v) কারো সঙ্গে যাওয়া:

Use: He accompanied me to the doctor.

(সে আমার সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছিল।)

 

11. Accumulate [আকিযুমিযুলেট] (v) সঞ্চয় করা:

Use: I don’t like to accumulate wealth.
(আমি ধন-সম্পদ সঞ্চয় করা পছন্দ করি না।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top