ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।
- Work (v) কাজ করা:
Use: He works in a bank.
(সে একটি ব্যাংকে কাজ করে।) - Write (v) লেখা:
Use: She writes a diary every night.
(সে প্রতিদিন রাতে একটি ডায়েরি লেখে।) - Accept (v) গ্রহণ করা:
Use: He accepted the invitation.
(সে আমন্ত্রণটি গ্রহণ করল।) - Achieve (v) অর্জন করা:
Use: She achieved great success.
(সে বড় সাফল্য অর্জন করেছে।) - Admire (v) প্রশংসা করা:
Use: I admire your honesty.
(আমি তোমার সততার প্রশংসা করি।) - Admit (v) স্বীকার করা:
Use: He admitted his mistake.
(সে তার ভুল স্বীকার করল।) - Advise (v) পরামর্শ দেওয়া:
Use: The doctor advised him to take rest.
(ডাক্তার তাকে বিশ্রাম নিতে পরামর্শ দিলেন।) - Allow (v) অনুমতি দেওয়া:
Use: They allowed us to enter the room.
(তারা আমাদের ঘরে ঢুকতে অনুমতি দিল।) - Announce (v) ঘোষণা করা:
Use: The teacher announced the result.
(শিক্ষক ফলাফল ঘোষণা করলেন।) - Answer (v) উত্তর দেওয়া:
Use: Please answer the question.
(অনুগ্রহ করে প্রশ্নটির উত্তর দাও।)
আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊
আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন: