SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 46) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

  • Connect (v) সংযোগ করা:
    Use: Connect the charger to the phone.
    (চার্জারটা ফোনের সাথে সংযোগ করো।)

  • Consider (v) বিবেচনা করা:
    Use: Please consider my request.
    (আমার অনুরোধটা দয়া করে বিবেচনা করো।)

  • Construct (v) নির্মাণ করা:
    Use: They constructed a new building.
    (তারা একটি নতুন ভবন নির্মাণ করল।)

  • Continue (v) চালিয়ে যাওয়া:
    Use: Continue reading the story.
    (গল্প পড়া চালিয়ে যাও।)

  • Cook (v) রান্না করা:
    Use: She cooked rice and curry.
    (সে ভাত আর তরকারি রান্না করল।)

  • Copy (v) অনুকরণ/নকল করা:
    Use: Don’t copy others’ work.
    (অন্যদের কাজ নকল কোরো না।)

  • Correct (v) ঠিক করা/সংশোধন করা:
    Use: Please correct your mistakes.
    (তোমার ভুলগুলো দয়া করে ঠিক করো।)

  • Count (v) গোনা:
    Use: Count the number of apples.
    (আপেলগুলোর সংখ্যা গুনে নাও।)

  • Create (v) তৈরি করা:
    Use: He created a new design.
    (সে একটি নতুন ডিজাইন তৈরি করল।)

  • Cry (v) কাঁদা:
    Use: The baby is crying loudly.
    (শিশুটি জোরে কাঁদছে।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top
0
Would love your thoughts, please comment.x
()
x