SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 47) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

1. Pluralist
  • India is known for its pluralist culture.
👉 ভারত তার বহুত্ববাদী সংস্কৃতির জন্য পরিচিত।
2. Ethos
  • Honesty is the guiding ethos of our institution.
👉 সততা আমাদের প্রতিষ্ঠানের মূল নৈতিক মানস।
3. Relegated
  • The issue was relegated to the background.
👉 বিষয়টি পেছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছিল।
4. Margins of collective consciousness
  • Poverty still lies at the margins of collective consciousness.
👉 দারিদ্র্য এখনও সম্মিলিত চেতনার প্রান্তে অবস্থান করছে।
5. Disheartening
  • The team’s defeat was deeply disheartening.
👉 দলের পরাজয় ছিল অত্যন্ত হতাশাজনক।
6. Edifice
  • The edifice of democracy stands on equality.
👉 গণতন্ত্রের বিশাল কাঠামো সমতার উপর দাঁড়িয়ে আছে।
7. Inclusive
  • We must build an inclusive society.
👉 আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে।
8. Conceded
  • He conceded his mistake in front of everyone.
👉 সে সবার সামনে তার ভুল স্বীকার করল।
9. Supposedly
  • He is supposedly the best player in the team.
👉 তিনি কথিতভাবে দলের সেরা খেলোয়াড়।
10. Institutional
  • The country needs strong institutional reforms.
👉 দেশের জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন।

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top
0
Would love your thoughts, please comment.x
()
x