Mirror of English (Reflection-14)

Spread the love

আজ সংবাদপত্রে একটা phrase নজরে পড়ল । এই ধরনের সমগোত্রীয় কিছু pharases আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সাথে এই phrase টির প্রয়োগবিধি আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা নিজেদের writing এ এই phrase টি ব্যবহার করতে পারো সাথে সমগোত্রীয় phease গুলো কি কি বাংলা মানে বহন করে সেটাও আলোচনা করে দিলাম ।

“Crippling resource constraints” মানে দাঁড়ায়: এমন ভয়াবহ সম্পদের অভাব বা সীমাবদ্ধতা, যা কার্যক্রমকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয় বা অগ্রগতি ব্যাহত করে।

☑️ এবার চল দেখে নেয়া যাক, কোন কোন ক্ষেত্রে আমরা এই phrase ব্যবহার করতে পারি-

1) অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যখাত বা কোনো প্রতিষ্ঠানের সমস্যার বর্ণনায় ।

2) যখন অর্থ, সময়, কর্মী বা উপকরণের ঘাটতির কারণে কাজ এগোতে পারে না ।

3) গুরুতর সংকট বোঝাতে।

☑️ কিছু translation দেখে নেয়া যাক , তাহলে বুঝতে আরও সুবিধা হবে-

1) The project could not be completed due to crippling resource constraints.

👉 মারাত্মক সম্পদ-সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি সম্পূর্ণ করা যায়নি।

2) Hospitals are struggling to provide proper treatment because of crippling resource constraints.

👉 মারাত্মক সম্পদ ঘাটতির কারণে হাসপাতালগুলো যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

3) Education in rural areas suffers from crippling resource constraints.

👉 গ্রামীণ শিক্ষাব্যবস্থা ভয়াবহ সম্পদ-অভাবের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

☑️  এবার চল দেখে নেয়া যাক, একই ধরনের কত রকমের phrases আমরা ব্যবহার করতে পারি-

1. Severe budget shortfall
→ মারাত্মক বাজেট ঘাটতি।

2. Acute shortage of manpower
→ জনবল-এর তীব্র ঘাটতি

3. Overwhelming financial burden
→ অপ্রতিরোধ্য আর্থিক বোঝা

4. Escalating operational costs
→ ক্রমবর্ধমান কার্যক্রমের খরচ

5. Persistent infrastructural deficiencies
→ স্থায়ী অবকাঠামোগত ঘাটতি

6. Mounting economic pressure
→ ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ

7. Chronic resource scarcity
→ দীর্ঘস্থায়ী সম্পদ-অভাব

8. Unmanageable workload
→ অপ্রতিরোধ্য কাজের চাপ

9. Critical supply chain disruption
→ গুরুতর সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া

10. Staggering financial losses
→ হতবাক করা আর্থিক ক্ষতি

11. Unprecedented logistical challenges
→ নজিরবিহীন সরবরাহ-সংক্রান্ত চ্যালেঞ্জ

12. Daunting economic constraints
→ ভয়াবহ অর্থনৈতিক সীমাবদ্ধতা

13. Paralyzing lack of infrastructure
→ পক্ষাঘাতগ্রস্তকারী অবকাঠামোর অভাব

14. Insurmountable barriers to growth
→ উন্নয়নের অদম্য প্রতিবন্ধকতা

15. Grave institutional weaknesses
→ গুরুতর প্রাতিষ্ঠানিক দুর্বলতা

আশা করি তোমরা প্রত্যেকে পড়ে নেবে এবং নিজেদের লেখায় প্রয়োগ করতে পারবে ।

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top
0
Would love your thoughts, please comment.x
()
x