Descriptive English এ আমরা লেখার মান বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের phrase ব্যবহার করে থাকি । আজ সেরকমই একটা ব্যবহার সংবাদপত্রে নজরে পড়ল এবং তোমরা যদি নিজেদের লেখার ক্ষেত্রে এই phrase টি ব্যবহার করো, লেখার মান অন্য একটা Level পাবে । চলো এখন দেখে নেয়া যাক, সেই phrase টি কি এবং কোন কোন ক্ষেত্রে আমরা লেখায় ব্যবহার করতে পারি-
এই Sentence এ “Mill into a lurid myth” এটা বুঝতে গেলে ভেঙ্গে ভেঙ্গে যদি বোঝা যায় তাহলে মনে রাখতে সুবিধা হবে তোমাদের । চলো দেখে নেয়া যাক-
Mill into → গুজব ছড়ানো, ঘষে-ঘষে বানানো, অতিরঞ্জিত করে গল্পে রূপান্তর করা।
Lurid myth → অতিরঞ্জিত, চমকপ্রদ, ভয়ংকর বা অবাস্তব গল্প/কল্পকাহিনি।
তাই, “mill into a lurid myth” মানে হলো —
“কোনো ঘটনা বা তথ্যকে অতিরঞ্জিত করে ভয়াবহ বা চমকপ্রদ এক মিথ্যে কাহিনিতে পরিণত করা।”
☑️ চলো কিছু Translation এর মাধ্যমে ব্যবহারটি বুঝে নেয়া যাক-
1. The small quarrel was soon milled into a lurid myth by gossipmongers.
👉 ছোটখাটো ঝগড়াটিকে গুজব ছড়ানো লোকেরা দ্রুত ভয়াবহ কল্পকাহিনিতে পরিণত করল।
2.What began as a minor incident was milled into a lurid myth in the newspapers.
👉 যা ছিল সামান্য ঘটনা, তা খবরের কাগজে অতিরঞ্জিত হয়ে ভয়াবহ গল্পে পরিণত হলো।
3.His failure in business was milled into a lurid myth of betrayal and conspiracy.
👉 তার ব্যবসার ব্যর্থতাকে লোকজন বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের ভয়ঙ্কর গল্পে পরিণত করল।
☑️ চলো কিছু একই ধরনের phrases আমার দেখে নেই-
1. Blow out of proportion
👉 কোনো ঘটনাকে অতিমাত্রায় বড় করে দেখা / অতিরঞ্জিত করা।
2. Turn into a tall tale
👉 অতিরঞ্জিত কল্পকাহিনিতে পরিণত করা।
3. Spiral into a legend
👉 গুজব থেকে কিংবদন্তি বা অদ্ভুত গল্পে পরিণত হওয়া।
4. Fabricate a sensational story
👉 চমকপ্রদ গল্প বানানো / সাজানো।
5. Inflate into a scandal
👉 অতিরঞ্জিত করে কেলেঙ্কারিতে রূপ দেওয়া।
6. Weave into a fantasy
👉 কল্পনার গল্পে বুনে ফেলা।
7. Exaggerate into a horror tale
👉 বাড়িয়ে ভয়ঙ্কর কাহিনিতে রূপান্তর করা।
8. Distort into a shocking myth
👉 বিকৃত করে চমকপ্রদ মিথ্যে কাহিনি বানানো।
9. Cook up a grotesque tale
👉 বিকৃত ও ভয়ংকর গল্প বানানো।
10. Sensationalize the truth
👉 সত্যকে চমকপ্রদ কাহিনিতে রূপান্তর করা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো, যাদের পড়া হয়ে যাবে তারা Done লিখো ।
——————————————–
আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:


