SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 18) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

  • Hamper (v) বাধা দেওয়া; বিঘ্ন ঘটানো:
    Use: Heavy traffic hampered our journey.
    (ভারী যানজট আমাদের যাত্রা বিঘ্নিত করেছিল।)

  • Haphazard (adj) এলোমেলো; পরিকল্পনাহীন:
    Use: His work appears to be done in a haphazard manner.
    (তার কাজ এলোমেলোভাবে সম্পন্ন হয়েছে বলে মনে হয়।)

  • Hostile (adj) শত্রুতাপূর্ণ; প্রতিকূল:
    Use: The hostile environment made survival difficult.
    (প্রতিকূল পরিবেশ বেঁচে থাকা কঠিন করে তুলেছিল।)

 

  • Hypocrisy (n) ভণ্ডামি; মুখোশ পরা আচরণ:
    Use: People dislike his hypocrisy.
    (মানুষ তার ভণ্ডামি অপছন্দ করে।)

  • Ignorant (adj) অজ্ঞ; জ্ঞানের অভাব আছে এমন:
    Use: He is ignorant of the rules.
    (সে নিয়মগুলি সম্পর্কে অজ্ঞ।)

  • Imitate (v) অনুকরণ করা; নকল করা:
    Use: Children often imitate their parents.
    (শিশুরা প্রায়ই তাদের বাবা-মার অনুকরণ করে।)

  • Imminent (adj) আসন্ন:
    Use: A storm is imminent.
    (একটি ঝড় আসন্ন।)

  • Impartial (adj) নিরপেক্ষ; পক্ষপাতহীন:
    Use: A judge must be impartial.
    (একজন বিচারককে নিরপেক্ষ হতে হবে।)

  • Imperative (adj) অত্যাবশ্যক; অপরিহার্য:
    Use: It is imperative to act now.
    (এখন কাজ করাটা অত্যাবশ্যক।)

  • Impose (v) চাপিয়ে দেওয়া; আরোপ করা:
    Use: The government imposed new taxes.
    (সরকার নতুন কর আরোপ করেছে।)

  • Incentive (n) প্রেরণা; উদ্দীপক:
    Use: He was given an incentive to finish the project early.
    (প্রকল্পটি আগে শেষ করার জন্য তাকে প্রেরণা দেওয়া হয়েছিল।)

  • Inclination (n) প্রবণতা; ঝোঁক:
    Use: He has an inclination for music.
    (তার সংগীতের প্রতি ঝোঁক আছে।)

  • Incredible (adj) অবিশ্বাস্য; আশ্চর্যজনক:
    Use: The magician performed an incredible trick.
    (জাদুকর একটি অবিশ্বাস্য কৌশল দেখিয়েছিলেন।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top