ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।
- Think (v) চিন্তা করা:
Use: I think you are right.
(আমি মনে করি তুমি ঠিক।) - Throw (v) ছুঁড়ে ফেলা:
Use: He threw the ball at me.
(সে আমার দিকে বলটি ছুঁড়ে মেরেছিল।) - Try (v) চেষ্টা করা:
Use: You should try again.
(তোমার আবার চেষ্টা করা উচিত।) - Understand (v) বোঝা:
Use: I can’t understand this question.
(আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না।) - Use (v) ব্যবহার করা:
Use: He uses his phone all the time.
(সে সারাক্ষণ তার ফোন ব্যবহার করে।) - Wait (v) অপেক্ষা করা:
Use: Please wait for a moment.
(অনুগ্রহ করে একটু অপেক্ষা করো।) - Wake (v) জাগা/জাগানো:
Use: She wakes up at 6 am every day.
(সে প্রতিদিন সকাল ৬টায় উঠে।) - Walk (v) হাঁটা:
Use: They walk to school every day.
(তারা প্রতিদিন হেঁটে স্কুলে যায়।) - Want (v) চাওয়া:
Use: I want a cup of tea.
(আমি এক কাপ চা চাই।) - Win (v) জয় লাভ করা:
Use: Our team won the match.
(আমাদের দল ম্যাচটি জিতেছে।)
আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊
আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন: