SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 45) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

 

  • Change (v) পরিবর্তন করা:
    Use: She changed her mind.
    (সে তার মত পরিবর্তন করল।)

  • Choose (v) বেছে নেওয়া:
    Use: Choose the best answer.
    (সেরা উত্তরটি বেছে নাও।)

  • Clean (v) পরিষ্কার করা:
    Use: He cleaned the dirty table.
    (সে নোংরা টেবিল পরিষ্কার করল।)

  • Climb (v) ওঠা/আরোহণ করা:
    Use: They climbed the mountain.
    (তারা পাহাড়ে উঠল।)

  • Close (v) বন্ধ করা:
    Use: Please close the door.
    (দরজাটা দয়া করে বন্ধ করো।)

  • Collect (v) সংগ্রহ করা:
    Use: He collects old coins.
    (সে পুরোনো মুদ্রা সংগ্রহ করে।)

  • Come (v) আসা:
    Use: Please come here.
    (দয়া করে এখানে আসো।)

  • Compare (v) তুলনা করা:
    Use: Compare these two books.
    (এই দুই বইয়ের তুলনা করো।)

  • Complete (v) সম্পূর্ণ করা/শেষ করা:
    Use: She completed her homework.
    (সে তার বাড়ির কাজ শেষ করল।)

  • Confuse (v) বিভ্রান্ত করা:
    Use: The hard question confused me.
    (কঠিন প্রশ্ন আমাকে বিভ্রান্ত করল।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top
0
Would love your thoughts, please comment.x
()
x