SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 21) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

  • Interrupt (v) বাধা দেওয়া; থামিয়ে দেওয়া:
    Use: Don’t interrupt when someone is speaking.
    (যখন কেউ কথা বলছে তখন বাধা দিও না।)

  • Interview (n) সাক্ষাৎকার:
    Use: He was nervous before the job interview.
    (চাকরির সাক্ষাৎকারের আগে সে নার্ভাস ছিল।)

  • Introduce (v) পরিচয় করিয়ে দেওয়া:
    Use: Let me introduce my friend to you.
    (আমার বন্ধুকে তোমার সাথে পরিচয় করিয়ে দিই।)

  • Invent (v) আবিষ্কার করা:
    Use: Edison invented the electric bulb.
    (এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন।)

  • Invest (v) বিনিয়োগ করা:
    Use: He invested all his money in the business.
    (সে তার সব টাকা ব্যবসায় বিনিয়োগ করেছিল।)

  • Invite (v) আমন্ত্রণ জানানো:
    Use: We invited all our friends to the party.
    (আমরা আমাদের সব বন্ধুদের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলাম।)

  • Involve (v) জড়িত করা:
    Use: He is involved in many social activities.
    (সে অনেক সামাজিক কাজে জড়িত।)

  • Irregular (adj) অনিয়মিত:
    Use: His attendance is irregular.
    (তার উপস্থিতি অনিয়মিত।)

  • Issue (n) বিষয়; সমস্যা:
    Use: Water scarcity is a major issue.
    (জল সংকট একটি বড় সমস্যা।)

  • Jealous (adj) ঈর্ষান্বিত:
    Use: He is jealous of his friend’s success.
    (সে তার বন্ধুর সাফল্যে ঈর্ষান্বিত।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top