SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 22) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

  • Join (v) যোগদান করা; যুক্ত হওয়া:
    Use: I will join the company next week.
    (আমি আগামী সপ্তাহে কোম্পানিতে যোগ দেব।)

  • Journey (n) যাত্রা:
    Use: We had a long and tiring journey.
    (আমাদের যাত্রা ছিল দীর্ঘ ও ক্লান্তিকর।)

  • Judge (v) বিচার করা:
    Use: Don’t judge a person by appearance.
    (চেহারা দেখে কাউকে বিচার করো না।)

  • Justice (n) ন্যায়বিচার:
    Use: We want justice for the victim.
    (আমরা ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার চাই।)

  • Justify (v) ন্যায়সঙ্গত প্রমাণ করা:
    Use: He tried to justify his actions.
    (সে তার কাজগুলোকে ন্যায়সঙ্গত প্রমাণ করার চেষ্টা করেছিল।)

  • Keep (v) রাখা; বজায় রাখা:
    Use: Please keep the door closed.
    (দয়া করে দরজাটা বন্ধ রাখো।)

  • Kind (adj) দয়ালু; সদয়:
    Use: She is a kind and gentle person.
    (সে একজন দয়ালু ও নম্র মানুষ।)

  • Knowledge (n) জ্ঞান:
    Use: Reading books increases knowledge.
    (বই পড়া জ্ঞান বাড়ায়।)

  • Lack (n) অভাব; ঘাটতি:
    Use: There is a lack of clean drinking water.
    (পরিষ্কার পানীয় জলের অভাব রয়েছে।)

  • Laugh (v) হাসা:
    Use: They laughed at the joke.
    (তারা কৌতুক শুনে হেসেছিল।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top