SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 23) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

  • Law (n) আইন; বিধান:
    Use: Everyone must obey the law.
    (প্রত্যেকেরই আইন মানা উচিত।)

  • Lazy (adj) অলস:
    Use: He is too lazy to do any work.
    (সে এতটাই অলস যে কোনো কাজ করে না।)

  • Lead (v) নেতৃত্ব দেওয়া; চালানো:
    Use: She will lead the team this year.
    (এই বছর সে দলকে নেতৃত্ব দেবে।)

  • Learn (v) শেখা:
    Use: We learn new things every day.
    (আমরা প্রতিদিন নতুন কিছু শিখি।)

  • Leave (v) ছেড়ে যাওয়া; বিদায় নেওয়া:
    Use: He left the office early today.
    (সে আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে গেছে।)

  • Legal (adj) আইনগত; বৈধ:
    Use: They are seeking legal advice.
    (তারা আইনি পরামর্শ নিচ্ছে।)

  • Let (v) অনুমতি দেওয়া:
    Use: Let him go home early today.
    (তাকে আজ তাড়াতাড়ি বাড়ি যেতে দাও।)

  • Level (n) স্তর; মান:
    Use: His English is at an advanced level.
    (তার ইংরেজির মান উন্নত স্তরে।)

  • Liberal (adj) উদার; মুক্তচিন্তাশীল:
    Use: Her parents are very liberal.
    (তার বাবা-মা খুবই উদারমনস্ক।)

  • Lie (v) মিথ্যা বলা / শোয়া:
    Use: Don’t lie to your parents.
    (তোমার বাবা-মাকে মিথ্যা বোলো না।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top