SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 26) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

  • Measure (v/n) পরিমাপ করা; মাপ:
    Use: We should measure the height of the wall.
    (আমাদের দেয়ালের উচ্চতা পরিমাপ করা উচিত।)

  • Meet (v) দেখা করা; সাক্ষাৎ করা:
    Use: I will meet my friend tomorrow.
    (আমি আগামীকাল আমার বন্ধুর সঙ্গে দেখা করব।)

  • Mention (v) উল্লেখ করা:
    Use: He did not mention your name.
    (সে তোমার নাম উল্লেখ করেনি।)

  • Mind (n/v) মন; খেয়াল রাখা:
    Use: Mind your language.
    (তোমার ভাষার খেয়াল রাখো।)

  • Miss (v) মিস করা; না পাওয়া:
    Use: I miss my school days.
    (আমি আমার স্কুলের দিনগুলোকে মিস করি।)

  • Move (v) নড়াচড়া করা; সরানো:
    Use: Please move your chair.
    (দয়া করে তোমার চেয়ার সরাও।)

  • Name (n/v) নাম; নামকরণ করা:
    Use: What is the name of your school?
    (তোমার স্কুলের নাম কী?)

  • Need (v/n) প্রয়োজন; দরকার:
    Use: We need fresh air.
    (আমাদের তাজা বাতাস প্রয়োজন।)

  • Note (n/v) নোট; লক্ষ্য করা:
    Use: Please note this important point.
    (এই গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করো।)

  • Notice (n/v) নোটিশ; লক্ষ্য করা:
    Use: He didn’t notice the warning sign.
    (সে সতর্কীকরণ চিহ্নটি লক্ষ্য করেনি।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top