SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 27) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

  • Obey (v) মান্য করা; অনুসরণ করা:
    Use: Children should obey their parents.
    (শিশুদের তাদের বাবা-মার কথা মানা উচিত।)

  • Object (n/v) বস্তু; আপত্তি করা:
    Use: He objected to the decision.
    (সে সিদ্ধান্তটির বিরুদ্ধে আপত্তি করেছিল।)

  • Observe (v) পর্যবেক্ষণ করা; লক্ষ্য করা:
    Use: Scientists observe stars through telescopes.
    (বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্রে তারাগুলি পর্যবেক্ষণ করেন।)

  • Occur (v) ঘটানো; ঘটে যাওয়া:
    Use: The accident occurred last night.
    (দুর্ঘটনাটি গত রাতে ঘটেছিল।)

  • Offer (v/n) প্রস্তাব দেওয়া; অফার:
    Use: He offered me a job.
    (সে আমাকে একটি চাকরির প্রস্তাব দিয়েছে।)

  • Open (v/adj) খোলা; খুলে দেওয়া:
    Use: Please open the window.
    (দয়া করে জানালাটি খুলো।)

  • Operate (v) চালানো; পরিচালনা করা; অস্ত্রোপচার করা:
    Use: The doctor will operate on him tomorrow.
    (ডাক্তার আগামীকাল তার অস্ত্রোপচার করবেন।)

  • Oppose (v) বিরোধিতা করা:
    Use: They opposed the new law.
    (তারা নতুন আইনের বিরোধিতা করেছিল।)

  • Order (n/v) আদেশ; অনুরোধ; অর্ডার দেওয়া:
    Use: The manager gave a strict order.
    (ম্যানেজার কঠোর আদেশ দিয়েছিলেন।)

  • Organize (v) সংগঠিত করা; গোছানো:
    Use: We need to organize the files properly.
    (আমাদের ফাইলগুলো ভালোভাবে গোছাতে হবে।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top