SENTENCE MAKING – DESCRIPTIVE ENGLISH BASIC LEARNING (Set 28) for WBCS, CGL/CHSL/MTS & WBP/KP Constable, etc

Spread the love

ইংরেজি শেখার প্রথম ধাপ হলো সঠিকভাবে বাক্য গঠন করা। এখানে প্রতিদিনের জন্য কিছু নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখানো হয়েছে, যা আপনাকে ইংরেজি লেখার এবং বলার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রতিদিন শিখুন নতুন শব্দ ও বাক্যগঠন এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়ান।

  • Overcome (v) জয় করা; কাটিয়ে ওঠা:
    Use: We must overcome our fear.
    (আমাদের ভয় কাটিয়ে উঠতে হবে।)

  • Own (v/adj) নিজের; মালিক হওয়া:
    Use: He owns a car.
    (তার একটি গাড়ি আছে।)

  • Pack (v/n) গুছানো; প্যাক করা:
    Use: I have to pack my clothes.
    (আমাকে আমার কাপড় গুছাতে হবে।)

  • Participate (v) অংশগ্রহণ করা:
    Use: Many students participated in the event.
    (অনেক ছাত্রছাত্রী ইভেন্টে অংশ নিয়েছিল।)

  • Pass (v) উত্তীর্ণ হওয়া; পার হওয়া:
    Use: She passed the exam with good marks.
    (সে ভালো নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।)

  • Pay (v) পরিশোধ করা; মজুরি দেওয়া:
    Use: Don’t forget to pay the bill.
    (বিল পরিশোধ করতে ভুলবে না।)

  • Perform (v) পরিবেশন করা; কাজ সম্পাদন করা:
    Use: The students performed well on stage.
    (ছাত্রছাত্রীরা মঞ্চে ভালো পারফর্ম করেছিল।)

  • Permit (v/n) অনুমতি দেওয়া; পারমিশন:
    Use: You are not permitted to enter.
    (তোমার প্রবেশ করার অনুমতি নেই।)

  • Plan (v/n) পরিকল্পনা করা; পরিকল্পনা:
    Use: We are planning a surprise party.
    (আমরা একটি চমকপ্রদ পার্টির পরিকল্পনা করছি।)

  • Play (v/n) খেলা; নাটক / খেলা করা:
    Use: The children are playing in the garden.
    (বাচ্চারা বাগানে খেলছে।)

আজকের বাক্যগুলো শিখুন এবং প্রতিদিন নতুন বাক্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। SENTENCE MAKING এর মাধ্যমে ইংরেজি শেখা সহজ এবং মজাদার হয়ে উঠুক। Keep practicing and improving every day! 😊

 

আমাদের Objective এবং Descriptive English-এর পেইড ব্যাচে ভর্তি হতে নিচের ফর্মটি পূরণ করুন:

Enquiry Form:

This field is required.
This field is required.
This field is required.
This field is required.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Scroll to Top